1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
একদিনে চার আন্দোলন প্রতিবাদে উত্তাল বরিশাল - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
October 8, 2025, 1:57 pm
Title :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর সাক্ষীকে মারধরের অভিযোগ  হিজলায় নির্যাতনের শিকার ২ সন্তানের জননী মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজি, সংঘর্ষে পুলিশসহ আহত ৫ মেহেন্দিগঞ্জে মা ইলিশ শিকারের মহোৎসব: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে প্রকাশ্যে বিক্রি হিজলায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে জেলেদের হামলা: আটক-৭ মেহেন্দিগঞ্জের বিদ্যুৎ সমস্যা সমাধানে নিঃস্বার্থ টিমের উদ্যোগ মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সমস্যার সমাধানে রাজিব আহসানের উদ্যোগ হিজলার মেঘনা নদীর অন্তরবাম খাল সম্পূর্ণ বন্ধ করলো প্রশাসন মেঘনা নদীর খৈলার চর খাল বন্ধ করল প্রশাসন মা ইলিশ রক্ষায় অভিযানে হিজলা ৪ জেলে আটক

একদিনে চার আন্দোলন প্রতিবাদে উত্তাল বরিশাল

  • প্রকাশের সময় : রবিবার, এপ্রিল ২০, ২০২৫
  • 153 Time View

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বরিশাল এখন একাধিক দাবি, বঞ্চনার অভিযোগ এবং রাজনৈতিক-শিক্ষামূলক অস্থিরতায় রূপ নিয়েছে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে। একদিনে চারটি প্রধান ইস্যুতে রাজপথে নেমেছে হাজারো মানুষ। কখনও হাসপাতালের দাবিতে, কখনও আবার নির্বাচনের স্বচ্ছতা ফেরাতে, শিক্ষকদের অপসারণের প্রতিবাদ জানাতে বা শিক্ষার্থীদের অধিকার রক্ষায়।

 

রবিবার ( ২০ এপ্রিল) দুপুরে বরিশালের সদর রোডে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ। বক্তারা বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত দুই লেনের সরু মহাসড়কটি প্রতিনিয়ত প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছে দক্ষিণাঞ্চল। তারা আরও বলেন, চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে একটি বিশেষায়িত আধুনিক হাসপাতাল নির্মাণের সুযোগ তৈরি হয়েছে।

 

কিন্তু অবহেলার কারণে তা থমকে আছে। তারা দ্রুত হাসপাতালের কাজ শুরু ও প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। একই দিন দুপুরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশ করে। তারা ২০২১ সালে বিতর্কিতভাবে নিয়োগপ্রাপ্ত কিছু ‘ক্রাফট ইন্সট্রাক্টর’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, বিতর্কিত নিয়োগবিধি বাতিল ও পদবি পরিবর্তনসহ ৬ দফা দাবি তোলে ধরেন। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি না মানলে আন্দোলন আরও কঠোর হবে।

 

আর এ দিকে,বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ তুলে ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রবিবার সকাল ১০টা থেকে আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবি, প্রকৃত বিজয়ী মুফতি ফয়জুল করিমকে মেয়র হিসেবে ঘোষণা দিতে হবে। নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকারের ছত্রছায়ায় ভোট ডাকাতি করে শেখ হাসিনার আত্মীয় খোকন সেরনিয়াবাতকে জোর করে মেয়র বানানো হয়েছে।

 

তারা বলেন, জনগণের রায়কে ছাপিয়ে দেয়া এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের উদ্যোগ নেওয়া উচিত। একইসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল থেকে অব্যাহতির ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মুহসিন উদ্দীন ছিলেন জুলাই আন্দোলনের পক্ষে থাকা একমাত্র শিক্ষক। তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক ও ভিত্তিহীন। তারা অবিলম্বে অধ্যাপক মুহসিনকে পুনর্বহাল এবং স্বাধীন মতপ্রকাশের সুযোগ বজায় রাখার দাবি জানান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ