
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// নানা কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশাল ৪ আসনের জন্য নতুন একটি মাইলফলক হতে চলছে। যার ফলে এই নির্বাচনকে ঘিরে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে চলছে ব্যাপক প্রস্তুতি। তবে আসন্ন এই নির্বাচনের তফশিল এখনো ঘোষণা হয়নি। কবে নির্বাচন সেটিও চূড়ান্ত নয়। তবুও প্রার্থী বাছাইসহ নির্বচানি মাঠ গুছাতে ব্যস্ত সময় পার করছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলো।
এরই মধ্যে জামায়াত বরিশাল-৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও এক্ষেত্রে বিএনপির এমন কিছু চোখে পড়ছে না। যদিও দলটি মনোনয়ন প্রত্যাশী নেতাদের দৌঁড়ঝাপের চিত্র এখন অনেকটাই প্রকাশ্য।
এরই মধ্যে শুরু হয়ে গেছে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতাদের লড়াই। যদিও এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি লড়াইয়ের কোনো চিত্র, তবে ভেতরকার ঠান্ডা যুদ্ধ টের পাচ্ছেন সবাই। বিশেষ করে মাঠপর্যায়ের নেতাকর্মীরা। কে কার পক্ষে গেলেন আর কে বিপক্ষে, সেই বিশ্লেষণও চলছে নেপথ্যে। যদিও এসব নিয়ে টেনশনে নেই দলের ভাইস চেয়ারম্যান সাবেক এমপি নূরুল ইসলাম মনিসহ প্রভাবশালী পাঁচ নেতা। নির্বাচনি এলাকায় তাদের বিরুদ্ধে মনোনয়ন প্রার্থী নেই বললেই চলে। ২-১ জন যারা আছেন এলাকা কিংবা দলে তাদের নেই তেমন শক্তিশালী অবস্থান।
মেহেন্দিগঞ্জ সংবাদ
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ- কাজীর হাট) আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানের পাশাপাশি মনোনয়ন দৌড়ে আছেন সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ।
এ বিষয়ে বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, নির্বাচন যেহেতু সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে বলে সবার আশা তাই প্রার্থী নির্বাচনেও বিএনপিকে অনেক সতর্ক হতে হবে। যেহেতু আওয়ামী লীগের প্রার্থী থাকার সম্ভাবনা নেই তাই নৌকার ভোটাররাও হবেন নীরব ফ্যাক্টর। দেখেশুনে বুঝে ক্লিন ইমেজের জনপ্রিয় প্রার্থী নির্বাচন করতে হবে বিএনপিকে। মোট কথা সাধারণ ভোটারদের মন বুঝে প্রার্থী না দিলে নিশ্চিত ভরাডুবি।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, আমরা যারা মাঠপর্যায়ে কাজ করি তাদের অনেক ভুল-ত্রুটি থাকতে পারে। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) বুঝে-শুনেই প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত দেবেন।
Leave a Reply