
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পুর্ব বালিয়া যুব সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬জুন) দুপুরে পুর্ববালিয়া মোল্লা বাড়ির জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে দুই শতাধিক মানুষের মধ্যে এ ঈদ উপহার হিসাবে কোরবানির মাংস বিতরণ করা হয়।
একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন পুর্ব বালিয়া যুব সমাজ ফাউন্ডেশন। এই সংগঠনটি গত দুই বছরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে প্রায়ই ২৫ লক্ষ টাকার মত কাজ করেছে। অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করা, ঝড়-বৃষ্টিতে কারো ঘর ভেঙ্গে গেলে তা মেরামত করে দেওয়া। অসহায় দারিদ্র রোগীদের চিকিৎসার দায় দায়িত্ব নেওয়া এবং অসহায় মেয়েদের বিয়ে-শাদীতে সহযোগিতা করা।
এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন পরিচালক (সৌদি প্রবাসী) আব্দুর রউফ মৃধা, পরিচাক ব্যবসায়ী শফিকুল ইসলাম মেলকার, কার্যনির্বাহী পরিষদের সদস্য সবুজ হাওলাদার, ফারুক হোসেন, মামুন মাতাব্বর,
উপদেষ্টা গিয়াস উদ্দিন, লিটন মিয়াজি, মাহাবুব আলম, উপদেষ্টা ফিরোজ নাজির, সভাপতি (ওমান প্রবাসী) খোরশেদ আলম হাওলাদার,সিনিয়র সহ-সভাপতি (ডুবাই প্রবাসী) সোহেল ভূঁইয়া, সাধারণ সম্পাদক ( সৌদি প্রবাসী) জসিম মাতাব্বর কদম, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জসিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল তপদার, আইন বিষয়ক সম্পাদক, মিজানুর রহমান সাগর, প্রবাসী প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, সহ প্রবাসী কল্যাণ সম্পাদক সোহাগ ভূঁইয়া, সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, সহ সমাজ কল্যাণ সম্পাদক, আজাদ হাওলাদার, হাওলাদারসহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটির সদস্যরা বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা যে সুন্দর উদ্যোগ নিয়েছি ভবিষ্যতেও আমাদের এই সুন্দর উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে এবং এর মাধ্যমে আমাদের এলাকার শান্তি ও সম্প্রীতি আর অগ্রগতি হবে বলে আশা করি। এর মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার এক চমৎকার উদাহরণ স্থাপন করা হয়েছে। এ উদ্যোগ অনেক দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আমরা চাই, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের কাজে এগিয়ে আসুক।’
উপহার গ্রহণকারীদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আমাদের অনেকেরই সামর্থ্য নেই ভালোভাবে ঈদ উদ্যাপনের। এই সহায়তা আমাদের ঈদ উদ্যাপন সহজ করে দিলো।
সচেতন মহল বলেন, সংগঠনটি প্রতি ঈদে এই ধরনের মানবিক কার্যক্রমের আয়োজন করে থাকে, যার মাধ্যমে তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেন। অবহেলিত মানুষের পাশে রাষ্ট্র্রের পাশাপাশি দেশ ও সমাজের সর্বস্তরের ব্যক্তিরা এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। পুর্ব বালিয়া যুব সমাজের আয়োজনে এ ধরনের কাজ দৃষ্টান্তমূলক।’
Leave a Reply