1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
November 12, 2025, 11:38 pm
Title :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
ডেঙ্গুতে মৃত্যুর অর্ধেকের বেশি তরুণ বিদ্যানন্দপুর নানা বাড়ি থেকে রাস্তায় বের হলে ১০ বছরের শিশুর সন্ধান মেলনি মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে রাজিব আহসানের মতবিনিময় কাজিরহাটে ৮০ বছর বৃদ্ধ মায়ের খোঁজ নিচ্ছে না ২ সন্তান অনাহারে প্রহর গুনছে নানাবাড়ি ১৮৫ কি.মি. গতিতে আঘাত হানবে ‘সুপার টাইফুন’ ফাং ওয়াং কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও কাজিরহাটে জামায়াত ইসলামী আমিরের বাড়িতে রাতে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ কিশোরগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৬২ নেতাকর্মী মেহেন্দিগঞ্জে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা কাজিরহাটে স্বেচ্ছাসেবক দলের ফয়সাল খানের নেতৃত্বে বিশাল মিছিল আলোচনা সভায় যোগদান।

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা

  • প্রকাশের সময় : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
  • 50 Time View

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই জন্য প্রতি বিষয়ে ফি লাগবে ১৫০ টাকা।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুনর্নিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইন মাধ্যমেই গ্রহণ করা হবে; শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন করা যাবে না। নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

 

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। এরপর আবেদনকারীকে একটি মোবাইল নম্বর দিতে হবে, যেখানে ফল প্রকাশের পর এসএমএস পাঠানো হবে। পরবর্তী ধাপে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফল দেখতে পারবেন এবং এক বা একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। প্রদেয় ফি বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট বা টেলিটক মোবাইল সিমের মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ ওয়েবসাইটের ‘হেল্প’ বাটনে পাওয়া যাবে। ফি পরিশোধের পর আবেদন ‘জমা দিন’ বাটনে ক্লিক করে চূড়ান্তভাবে জমা দিতে হবে।

 

তবে একবার ফি পরিশোধের পর আবেদন বাতিল বা সংশোধন করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরৎ দেওয়া হবে না। এর আগে গত ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইট বা মোবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারেন।

 

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা বোর্ডে—২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশ নেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ