
বরিশালের হিজলায় মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অবৈধভাবে ইলিশ মাছ শিকার ও বিক্রির দায়ে মোট ১৪ জন জেলেকে আটক করা হয়েছে তার মধ্যে ৬ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।আজ বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে ৩ জনের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আটক বাকি ৫ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানে ৩৫ কেজি জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মৎস্য কর্মকর্তা জানান, মা ইলিশ রক্ষা ও প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ ধরা, বিক্রি ও পরিবহন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply