
রাসেল কবির // বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দনপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিদ্যানন্দনপুর ইউনিয়ন শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বর্তমান তাঁতি দলের আহবায়ক দলিল উদ্দিন বেপারীর উদ্যোগে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যানন্দনপুর ইউনিয়নের ৪, ৮ ও ৯ নং ওয়ার্ডের বিদ্যানন্দনপুর ব্রিজবাজার, ভূমি অফিস, শনখোলা বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দলিল উদ্দিন বেপারীর নেতৃত্বে এ গণসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply