
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জ উপজেলার সর্বস্তরের শিক্ষক সমাজের আয়োজনে শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে “শিক্ষকদের ভাবনা ও করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার একটি সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও শিক্ষক সমাজের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের সমাজ গঠনে ভূমিকা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, “শিক্ষকরা জাতির পথপ্রদর্শক। তাদের ভাবনা ও কর্মই ভবিষ্যৎ প্রজন্মের দিক নির্দেশনা দেয়।”
আলোচনা সভা শেষে শিক্ষক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা ও শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
Leave a Reply