
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের ২২দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময় মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার নদীতে চলমান অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হিজলার টিম ওরাকুল ঘাটে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-সরকারের চলমান ২২দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময় যেসব জেলেরা নদীতে মাছ ধরতে নামবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইতোমধ্যে নদীর বিভিন্ন পয়েন্টে সবধরনের বিষয়ে নজরদারি করতে চারটি ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশের সদস্যরা সহযোগিতা করছেন। প্রয়োজনে র ্যাব ও সেনাবাহিনীর সদস্যদের এ অভিযানে সহায়তা চাওয়া হবে।
Leave a Reply