
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পযন্ত ইলিশের প্রধান প্রজনন মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা দেন সরকার। এসময় সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে প্রচার প্রচারণ চালিয়েছেন মৎস্য বিভাগ। এছাড়াও মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো ব্যাপক। হিজলায় মা ইলিশ অভিযান ৪৪৮ মামলা, ৪৪৮ জন আটক, জরিমানা ১২ লাখ ৪৭ হাজার টাকা
বরিশালের হিজলায় ইলিশ সংরক্ষণ অভিযান—২০২৫ এ ব্যাপক সাফল্য অর্জন করেছে প্রশাসন। চলতি মৌসুমে অবৈধভাবে ইলিশ আহরণ, বিক্রি ও পরিবহন রোধে পরিচালিত অভিযানে ৪৪৮টি মামলা দায়ের, ৪৪৮ জনকে আটক এবং ২৯৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে ১৫২ জনের কাছ থেকে মোট ১২ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ১২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে তা ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা।
হিজলা উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, নৌ পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের যৌথ তত্ত্বাবধানে অক্টোবর মাসজুড়ে এই অভিযান পরিচালিত হয়।
গত বছরের (২০২৪) ইলিশ সংরক্ষণ অভিযানের তুলনায় এ বছর সফলতা বেড়েছে কয়েকগুণ। গত বছর ২২৭টি মামলা দায়ের, ১০৯ জনকে কারাদণ্ড এবং ৪ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “চলতি বছরের অভিযানে আমরা রেকর্ড সংখ্যক জাল জব্দ করেছি। অবৈধভাবে ইলিশ আহরণকারীদের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি অবলম্বন করা হচ্ছে।”
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করেই অভিযান পরিচালনা করা হয়। ফলে ইলিশ প্রজনন মৌসুমে অবৈধ মাছ ধরার প্রবণতা কমে এসেছে এবং নদীজুড়ে প্রজনন ক্ষেত্র নিরাপদ রাখতে সক্ষম হয়েছে প্রশাসন।
Leave a Reply