বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে চলছে মা ইলিশ শিকারের মহোৎসব। সরকারের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা দিব্যি ধরছে নিষিদ্ধ মা ইলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে লেংগুটিয়া, আমিরগঞ্জ, হাজিরহাট বাজারসহ আশপাশের এলাকাগুলোতে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি চলছে।
প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত নদীতে চলে অবাধে ইলিশ শিকার, আর ঘাটে ঘাটে চলছে বিক্রির ধূম। স্থানীয়দের অভিযোগ—প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা।
Leave a Reply