
বরিশাল কাজিরহাট থানাধীন ৬ নং বিদ্যানন্দপুর ইউনিয়নে জমি দখলের জের ধরে তারেক চোকদার (৩৫) নামে এক রাজমিস্ত্রিকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সৌরভ হাওলাদার নামে ১ জনকে গ্রেফতার করেছে কাজির হাট থানা পুলিশ।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাড়ে ৫ টায় পঙ্কজ দেবনাথ স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী তারেক চোকদারের পৈত্রিক সম্পত্তির ১ একর ১০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে পার্শ্ববর্তী আলমগীর খান ও সালাম চোকদার গং। এ ব্যাপারে গত ৪ মাস পূর্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সালিশ মীমাংসায় তারেকের পক্ষে রায়পায়। তারই ধারাবাহিকতায়, সে প্রতিদিনের ন্যায় ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে পঙ্কজ দেবনাথ স্কুলের পাশে ওৎ পেতে থাকা আলমগীর খান, জুয়েল খান,বেল্লাল খান,সালাম চোকদার,সাইদুল চোকদার, জাকির হোসেন,ও সৌরভ হাওলাদার সহ আজ্ঞাত আরো ৫-৭ জন তারেকের পথ রোধ করে। একপর্যায় তাকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুঠাল ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহত তারেক কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনার পর ওই দিনই আহতের বোন রুমা আক্তার বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ৩ নং আসামি সৌরভ কে গ্রেফতার করে। আহত তারেক অভিযোগ করে আরো বলেন, গত ৬-১-২৪ সালে পঙ্কজ দেবনাথের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার মিথ্যা অপবাদ দিয়ে আলমগীর খান বাদী হয়ে স্থানীয় থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে আমাকেও আমার পরিবারকে হয়রানি করে। এছাড়া সাইদুল,বেল্লাল ও জাকির হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের জ্বালা যন্ত্রণায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
Leave a Reply