
নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর কাকলীর মোড়ে অবস্থিত মেহেন্দিগঞ্জ দধি ঘরে মঙ্গলবার বিকাল তিনটায় ১ কেজির প্লাস্টিক বক্সের দধিতে উৎপাদন তারিখ মেয়াদ উত্তীনের তারিখ ও মূল্য না লেখায় সতর্কতামূলক প্রাথমিকভাবে ২০০০ টাকা জরিমানা করেন।
বাইজিদ নামে এক ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র উক্ত অফিসে এক শুনানিতে মেহেন্দিগঞ্জ দধি ঘরের ম্যানেজারকে ২০০০ টাকা জরিমানা ধার্য করেন। এবং পরবর্তীতে যাহাতেই ভুল না হয় তাহার সতর্কবার্তা দিয়ে দেন। মেহেন্দিগঞ্জ দধিঘরের ম্যানেজার নিজের ভুল স্বীকার করে বলেন পরবর্তীতে আমরা আমাদের উৎপাদিত পণ্যে উৎপাদন তারিখ মেয়াদ উত্তীনের তারিখ ও মূল্য লিখে বাজার জাত করব।
এছাড়াও উক্ত দোকানে গৌরনদীর উৎপাদিত হাড়ির দধিতে তাদের নিজেদের প্রতিষ্ঠানের লেভেল লাগিয়ে বিক্রি করেন যাহা এক ধরনের প্রতারণা। এছাড়াও উক্ত দধি ঘরের নিম্নমানের খাবার খেয়ে অসন্তোষ প্রকাশ করেন একাধিক ক্রেতা।
Leave a Reply