নিউজ ডেস্ক: অফিস টাইমে পতাকা উত্তোলন না করে সরকারি আদেশ উপেক্ষা করে বরিশাল নগরীতে অবস্থিত বন বিভাগের বিভাগীয় কার্যালয় বিসিক শিল্প নগরীর অফিসে চলছে অফিস পরিচালনা।
সরে জমিনে গিয়ে পতাকা উত্তোলন না দেখে বরিশাল বিভাগীয় বন অফিসের উপ-পরিচালক কবির হোসেন পাটোয়ারী বলেন অফিস টাইমে পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম সে হয়তো গাফিলতি করে পতাকা উত্তোলন করেনি আমি এখনই পতাকা উত্তোলন করে দিচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ আমার নজরে দেওয়ার জন্য বিষয়টি।
অন্যদিকে বরিশাল বিসিক শিল্প নগরীর উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানটি স্বায়ত্তশাসিত তাই পতাকা উত্তোলনের সঠিক নিয়মটি আমার জানা নেই। এছাড়াও নতুন ভবনে পতাকা উত্তোলনের স্ট্যান্ড এখনো লাগানো হয়নি।
এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক বলেন, সরকারি অফিসে অফিস টাইমে অবশ্যই পতাকা উত্তোলন করতে হবে। বিষয়টা আমি বিভাগীয় কমিশনার স্যারকে জানাবো এবং আগামী মিটিংয়ে উত্থাপন করে ব্যবস্থা নেব।
উল্লেখ্য যে, জাতীয় পতাকা একটি রাষ্ট্রের পরিচয়, জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বের প্রতীক হচ্ছে আমাদের প্রিয় লাল সবুজ পতাকা। কিন্তু আমাদের দেশে গুরুত্বপূর্ণ এ প্রতীক ব্যবহারের বিধি সম্পর্কে জনগণ জানে না কিংবা জেনেও মানে না; অথচ এর ব্যবহারের জন্য রয়েছে সুস্পষ্ট বিধিমালা।
জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্বের নিদর্শন। তাই সব সরকারি ভবন, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ভবনে সব কর্মদিবসে পতাকা উত্তোলনের বিধান রয়েছে। এ ছাড়া কিছু কিছু অনুষ্ঠান উপলক্ষে যেমন—ঈদ-এ-মিলাদুন্নবী, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও সরকার প্রজ্ঞাপিত অন্য যেকোনো দিবসে বাংলাদেশের সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রাঙ্গণে এবং কনসুলার কেন্দ্রগুলোয় জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক।
জাতীয় পতাকা কোনো অবস্থায়ই সমতল বা সমান্তরালভাবে বহন করা যাবে না এবং উত্তোলনের সময় সুষ্ঠু ও দ্রুতলয়ে উত্তোলন করতে হবে এবং সসম্মানে অবনমিত করতে হবে। আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত গাইতে হবে এবং যখন জাতীয় সংগীত বাজানো হয় এবং প্রদর্শিত হয়, তখন উপস্থিত সবাইকে পতাকার দিকে মুখ করে দাঁড়াতে হবে। মোটরগাড়ি, নৌযান, উড়োজাহাজ ও বিশেষ অনুষ্ঠান ব্যতীত অন্যান্য সময় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলিত থাকবে এবং সূর্যাস্তের পর কোনো মতেই পতাকা উড্ডীয়ন অবস্থায় থাকবে না।জাতীয় পতাকা শুধু একটি কাপড় নয়, এটি দেশের স্বাধীনতার প্রতীক। তাই পতাকার অবস্থা ব্যবহারযোগ্য না হলে তা মর্যাদাপূর্ণভাবে সমাধিস্থ করতে হবে।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.