
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি// সংবাদের প্রকাশের পর মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের পুরাতন ভবনের সংস্কারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ!
মেহেন্দিগঞ্জে একাধিক আঞ্চলিক ও জাতীয় দৈনিক এবং সোসাল মিডিয়ায় প্রকাশিত সংবাদটি দৃষ্টি কেড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
গত মঙ্গলবার (২১ জুলাই) হাসপাতালের রোগীর উপর খসে পড়লো পলেস্তরা শিরোনামে প্রকাশিত সংবাদটি আলোচিত সংবাদে রুপ নেয়।
যা ইতিবাচক হিসাবে গ্রহণ করে কর্তৃপক্ষ জরাজীর্ণ ভবনের বিষয়ে পদক্ষেপ নেয় এবং সমস্যা সমাধানে উদ্যোগী হয়।
সংবাদপত্রে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে সংবাদ প্রকাশিত হলে, কর্তৃপক্ষের জন্য এটি একটি সতর্কবার্তা হিসেবে কাজ করে।
সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং ভবনের সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এটি জনগণের নিরাপত্তা এবং কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
হাসপাতালের জরাজীর্ণ ভবন সংস্কারের বিষয়টি সংবাদ মাধ্যমেকে নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা মোঃ ইমরানুর রহমান।
Leave a Reply