মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট লঞ্চঘাটে ১১ তারিখ দুপুরে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব রিয়ামনি ও ম্যাক্স অভিকে ঘুরে বেড়াতে দেখা গেছে। তারা ঘাটের বিভিন্ন স্থানে হাঁটাহাঁটি ও সেলফি তুলছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় তাদের দেখতে স্থানীয়রা অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেন।
এর আগে, আজ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে হিরো আলম বিষয়টি নিশ্চিত করেন। পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। যদিও বিষয়টির সত্যতা নিশ্চিত হয়েছে, ঠিক কী কারণে তারা পাতারহাটে এসেছেন—তা জানা যায়নি।
এ প্রসঙ্গে স্থানীয় কয়েকজন যুবক জানান, “হঠাৎ করে রিয়ামনি ও ম্যাক্স অভিকে আমাদের লঞ্চঘাটে দেখে সবাই অবাক হয়ে যায়। অনেকে তাদের সঙ্গে সেলফিও তুলেছে।
Leave a Reply