মেহেন্দিগঞ্জ উপজেলার সুবিধাবঞ্চিত কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য অনলাইনে বিনামূল্যে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল ভর্তি কোচিং প্রোগ্রাম ২০২৫-২০২৬
👉 অনেক মেধাবী শিক্ষার্থী আছে যাদের নেই ব্যয়বহুল কোচিংয়ে পড়ার সামর্থ্য, নেই গাইড বা লেকচার শীট কেনার টাকা।
তাদের একমাত্র মূলধন হলো— মেধা।
✨ সেই মেধার বিকাশে আমরা শুরু করেছি—
বিনামূল্যে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল ভর্তি কোচিং প্রোগ্রাম ২০২৫-২০২৬
এখানে থাকছে:
✔️ অভিজ্ঞ শিক্ষকের দিকনির্দেশনা
✔️ বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল ভর্তি প্রস্তুতি
✔️ প্রয়োজনীয় উপকরণ ও মডেল টেস্ট
✔️ সম্পূর্ণ বিনামূল্যে সহযোগিতা
📌 আমাদের লক্ষ্য একটাই:
“যোগ্যতা ও মেধার জয় হোক, সীমাবদ্ধতার নয়।”
ভর্তি আবেদনের লিংক:
https://forms.cloud.microsoft/r/uaZfVffyqc
আমাদের টিম আপনার তথ্য যাচাই করার পর যোগাযোগ করবে।
ধন্যবাদান্তে,
মোঃ মাহতাব উদ্দিন খান (লিটু)
প্রতিষ্ঠাতা
খান ফ্যামিলি ফাউন্ডেশন
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.