সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের হিজলা উপজেলা ও মেহেন্দিগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বরিশাল-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজিব আহসান।
শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজামণ্ডপে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
রাজিব আহসান বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ধর্মীয় সম্প্রীতি অটুট রাখা আমাদের সবার দায়িত্ব। তাই সকলকে মিলেমিশে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতাকে শ্রদ্ধা করে এবং প্রতিটি ধর্মীয় উৎসবে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার পক্ষে কাজ করে আসছে।
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ রাজিব আহসানকে স্বাগত জানান এবং তার এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেন।
এ সময় তার সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply