রাসেল কবির// বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ উপজেলা কাজিরহাট থানা বিদ্যান্দনপুর মডেল ইউনিয়নের মধ্য রতনপুর গ্রামের হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মৃত্যু লেদু খানের ছেলে মো:নেছার উদ্দিন খান (৪০) কে ৬ অক্টোবর ২০২৫ রোজ সোমবার দুপুরে কাজিরহাট থানা পুলিশ আসামী নেছার উদ্দিনকে গ্রেফতার করে কাজিরহাট থানায় নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে হত্যা, মারামারি, মাদক মামলা সহ একাধিক মামালার আসামী।মামালা সূত্রে জানা গেছে গত ৪ অক্টোবর দুপুর ১২ঃ৩০ মিনিট একই এলাকার আব্দুর রহিম খানকে জোর পূর্বক তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করে বাবুল খানের বসত ঘরে নিয়ে। ঘটনায় আহত মেয়ে সালমা বেগম (৩০) বাদী হয়ে কাজিরহাট থানায় আসামি বাবুল খান (৫০) মাকসুদা ওরফো সুরভী বেগম (৪২) নেছার উদ্দিন খান (৪০) আরজু বেগম (২৫) ইশা মনি (২০) লাবু খান (৩০) ফরিদ খান (৫০) আলমগীর খান (৪৫) জুয়েল খান (৩৮) সহ ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলার নং ৩। ধারা ১৪৩/৪৪৭/৩৪২/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২) পেনাল কোট মতে রুজু করা হয়েছে । এই মামলায় কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশ ক্রমে এস আই মামুম সহ সঙ্গীও ফোর্স নিয়ে মধ্য রতনপুর গ্রাম হইতে আসামি নেছার উদ্দিন খান কে গ্রেফতার করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য আব্দুর রহিম খান সুপারি গাছ লাগাতে গেলে ওখান থেকে আসামিরা ধরে নিয়ে যায় বাবুল খানের বসত ঘরে। হত্যার উদ্দেশ্যে মারপিট করে দুচোখ উপড়ে ফেলার দেশটা চালায়। আহত আব্দুর রহিম খানকে মাথায় ও হাতে রক্তাক্ত জখন কম করে এবং মুখের দাঁত ভেঙ্গে ফেলে। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। অবশেষে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। উল্লেখ্য আসামি নেছরউদ্দিন খান গত ১১/৪/২০১৫ সালের একই এলাকার আব্দুল মালেক খানের ছেলে অষ্টম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী সিয়াম খান কে পরিকল্পিতভাবে হত্যার ঘটনা ঘটায়।
এই মামলার ২ নং আসামি নেছর উদ্দিন খান। হত্যার ঘটনায় নিহত সিয়ামের মা হাসিনা আক্তার স্বপ্না বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত একটি হত্যা মামলা দায়ের করেন মামলার এম পি নং ৩৭(কাজির হাট) ধারা ৩০২/২০১/৩৪ পি:সি:।এ বিষয়ে কাজিরহাট থানা অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমানের সাথে জানতে চাইলে তিনি জানায় আসামি নেছার উদ্দিনকে কাজিরহাট থানা পুলিশ গ্রেফতার করে বরিশাল বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.