নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে নৌযানে চাদাঁবাজির ঘটনায় পুলিশের অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার মেঘনা নদীর নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোর থেকে ওই এলাকায় অবস্থান করে ২০/৩০ জনের একটি সশস্ত্র দল চাঁদা না পেয়ে নৌকা ও ট্রলারে হামলা করছিল। তাদের হামলায় আহত হন একটি বাল্কহেডের দুই শ্রমিক। খবর পেয়ে বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ি ও চালিভাঙ্গা পুলিশ ফাঁড়ি থেকে যৌথ অভিযান চালানো হয়। এ সময় সশস্ত্র দলটি পুলিশের ওপর টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।
ঘটনাস্থলে পুলিশ অভিযান চালিয়ে রানা ও সাজ্জাদ নামের দুজনকে আটক করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.