বরিশালের মেহেন্দিগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় কংগ্রেস পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মুছা। বুধবার (১ অক্টোবর) রাতে তিনি পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির উপজেলা নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। পূজা যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এজন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানান আবু সাঈদ মুছা।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.