মেহেন্দিগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ আনোয়ার বাঘা (৫০) ও তার স্ত্রী মরিয়ম বেগম (৪০) কে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার রাত ৯ টায় নিজ ঘরে ঢুকে তাদেরকে মারধর করা হয়। এ সময় ঘর দুয়ার ভাঙচুর চালায়।
আহতরা হলেন- ওই থানার চরেক কোরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কোন চর গ্রামের বাসিন্দা আনোয়ার বাঘা ও তার স্ত্রী। বর্তমানে মরিয়ম মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্বামী ও স্ত্রীকে একত্রে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা আল-আমিন দেওয়ান দ্বন্দ্বের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী পরিবার নিজের জমিতে একটি ফলজ গাছ লাগানোর জন্য গেলে প্রতিপক্ষরা ওতপেতে থাকে। এক পর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে আলামিন দেওয়ান, খাদিজা, রব্বানা সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি প্রতিপক্ষরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে ভুক্তভোগী পরিবারকে।
পরে স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার
করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে মরিয়ম বেগমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.