রাসেল কবির// মেহেন্দিগঞ্জ উপজেল কাজিরহাট থানা আন্দারমানি ইউনিয়নের এজাহারনামীয় আসামী ১ রাবেয়া (১৯), পিতা-শামসুল হক সরদার, সাং- আজিমপুর, ৫নং ওয়ার্ড, ১নং আন্ধারমানিক ইউনিয়ন, থানা-কাজিরহাট, জেলা- বরিশালকে ০১/১০/২০২৫ কাজিরহাট থানাধীন আজিমপুর এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার পূর্বক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বাদী পেশায় একজন গৃহিনী। গ্রেফতাকৃত আসামী বাদীর সম্পর্কে বড় জা হয়। আসামী বিভিন্ন সময় বাদীর অগোচরে কাউকে কিছু না জানিয়ে তার বাসা থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতো। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ মিমাংশা করে আসামীর নিকট হতে বাদীর জিনিসপত্র ফেরত নেওয়া হয়।তার প্রেক্ষিতে আসামী বাদীকে বিভিন্ন সময় গালিগালাজ করে এবং বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়া ঝগড়া বিবাদ সৃষ্টি করার চেষ্টা করে। বাদী তাহার প্রতিবাদ করায় আসামী বাদীর উপর ক্ষীপ্ত থাকে এবং আরো বেশি উত্তেজিত হইয়া তার ক্ষতিসাধন করার সুযোগ খুঁজে। ঘটনার দিন ইং ২৯/০৯/২০২৫ দুপুর অনুমান ১৩:০০ ঘটিকার গ্রেফতারকৃত আসামী পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ঘটনাস্থলে বাদীর বসতঘরে প্রবেশ করে ঘরে রাখা খাবার পানির কলসে আ কিটনাশক বিষের গন্ধ পায়।কাজিরহাট থানার মামলা নং-০১, জিআর নং-১১১/২০২৫, তারিখঃ ০১/১০/২০২৫ খ্রিঃ ধারা-৪৪৮/৩২৮/৩০৭ পেনাল কোডবিজ্ঞ আদালতে গ্রেফতারকৃত আসামী ফৌ.কা.বি. ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলে জানা যায়।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.