মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎ লোডশেডিং সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।
তার ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালের জন্য বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা (আইপিএস) স্থাপনের পাশাপাশি যাবতীয় বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরানুর রহমানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব পারভেজ খন্দকার, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আগামী সাত দিনের মধ্যে হাসপাতালে বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যক্রম শুরু হবে বলে আশ্বাস দেন বিএনপির নেতৃবৃন্দ
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.