বরিশালের হিজলা উপজেলার মূল মেঘনা নদীর আলীগঞ্জ এলাকায় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।হামলা মৎস্য অধিদপ্তরের স্পীড বোর্ডের ব্যপক ক্ষয়ক্ষতি হয় বলে নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়ার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন সময়ে অবৈধভাবে মাছ ধরার খবর পেয়ে কোস্ট গার্ড হিজলা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের একটি যৌথ দল আলীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জেলেরা দা ও দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ হামলা চালায়। এতে মৎস্য অফিসার মোহাম্মদ আলমসহ কোস্ট গার্ডের কয়েকজন সদস্য আহত হন।
হামলার পরপরই কোস্ট গার্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাতজনকে আটক করে। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম এবং হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
অভিযান চলাকালে মৎস্য অধিদপ্তরের ব্যবহৃত একটি স্পিডবোটও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন,নিষেধাজ্ঞার সময় অবৈধভাবে ইলিশ ধরার খবর পেয়ে অভিযান চালানো হয়। কিন্তু কিছু বিক্ষুব্ধ জেলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। পরে কোস্ট গার্ডের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”
কোস্ট গার্ড কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান,আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে সরকার ঘোষিত ২২ দিনের বিশেষ অভিযানে নদ-নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।
Leave a Reply