রাসেল কবির//বরিশালের হিজলা উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন দুই সন্তানের জননী আয়েশা খাতুন। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে সম্প্রতি আয়েশাকে নির্মমভাবে মারধর করে তার স্বামী লিটন রাড়ী। এ সময় তার ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
আয়েশার বাবা একই উপজেলার ধুলখোলা ইউনিয়নের শংকর পাশা গ্রামের আব্দুল গনি মাঝি জানান, পার্শ্ববর্তী হিজলা গৌরবদি ইউনিয়নের আবদা গ্রামে লিটন রাড়ীর নিকট মেয়ে আয়েশা খাতুনকে বিবাহ দেই।
“মেয়ের সুখের কথা চিন্তা করে দুই লক্ষ টাকা খরচ করে ঘর তৈরি করে দিয়েছি। গরু, নগদ টাকা ও স্বর্ণালংকারও দিয়েছি জামাইকে। তবুও আমার মেয়েকে বাঁচাতে পারলাম না নির্যাতনের হাত থেকে।
আয়েশা খাতুন বর্তমানে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুয়ে কাতরাচ্ছেন। তার দুই ছোট সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারটি
স্থানীয়রা জানিয়েছেন, লিটন গাড়ি আরেকটি স্ত্রী রহিয়াছে। আয়েশার স্বামী লিটন রাড়ী প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে তাকে শারীরিক নির্যাতন করতেন। সর্বশেষ নির্যাতনের পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের পাশাপাশি নিরাপত্তার দাবিও জানিয়েছেন স্থানীয় নারীরা।
Leave a Reply