1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে দর্শনার্থীদের মন কেড়ে নেবে আর্স ব্রিজে - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
November 22, 2025, 6:07 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪

কাজিরহাটে দর্শনার্থীদের মন কেড়ে নেবে আর্স ব্রিজে

  • প্রকাশের সময় : শনিবার, নভেম্বর ২২, ২০২৫
  • 29 Time View

স্টাফ রিপোর্টার // দৃষ্টিনন্দন ও দর্শনার্থীদের মন কেড়ে নেবে ব্রিজ আর্স বলে সকলের মুখে প্রকাশ পাচ্ছে। ব্রিজ নির্মাণের কাজ চলমান ব্রিজ নির্মাণ হচ্ছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা লতা ইউনিয়নের কাজিরহাট বাজার সংলগ্ন উদয়পুর মুসলিম আকন্দ মাধ্যমিক বিদ্যালয় মাঠের এক প্রান্তে খালের উপর শেষ প্রান্ত খান মার্কেট। সূত্রে জানা গেছে এই ব্রিজ ২০২২ সালে মেহেন্দিগঞ্জ উপজেলার এক ঠিকাদারের মাধ্যমে প্রথম খালের উপর কাজ শুরু করে। কিছুদিন পর অদৃশ্য কারণে ওই ঠিকাদার কাজটি বন্ধ করে দেয়। পুনরায় ঠিকাদার হুমায়ুন মিয়ার মাধ্যমে ব্রিজের কাজ চলমান রয়েছে। এলাকাবাসী জানিয়েছে ব্রিজ নির্মাণের কাজ চলমান থাকলে ও দৃষ্টিনন্দন অপূর্ব সৌন্দর্য মন কেড়ে নেবে এই ব্রিজে। জানা গেছে এই ব্রিজ নির্মাণের ফলে লক্ষাধিক মানুষের চলাফরায় সুযোগ-সুবিধা ভালো হবে বলে মনে করেন। এছাড়া এই ব্রিজের উপর দিয়ে বরিশাল সদর সহ হিজলা উপজেলা, মুলাদী উপজেলা, কাজিরহাটর থানার গাজিরহাট, মিয়ার হাট ও খাসের হাট লোকজন সহজেই যাতায়াত করিতে পারিবে। এই ব্রিজের নামকরণ করা হয় আর্স। প্রায় ৯ কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হবে বলে জানা গেছে। বর্তমানে কাজের অগ্রগতি একাংশ আছে। ২ টি গাডারের উপরে স্থাপন ১ টি স্পেন। ব্রিজের ২ প্রান্তে ১৩০ মিটার রিটার্নিং ওয়াল স্থাপন করা হয়েছে। এই ব্রিজের পাশ ১০ মিটার ৬০০ এবং দৈর্ঘ ৪০ মিটার। ব্রিজ নির্মাণের একাধিক শ্রমিকেরা জানায় দেখার মত সৌন্দর্য ও বিভিন্ন স্থান থেকে লোকজন দেখতে আসবে বাংলাদেশে এরকম ব্রিজ সীমিত। ব্রিজ নির্মাণের শেষে খুব ফুটে উঠবে সৌন্দর্য।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ