
স্টাফ রিপোর্টার //বরিশাল জেলার কাজিরহাট থানা ৬নং বিদ্যানন্দনপুর মডেল ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম রতনপুর গ্রামের আনোয়ার চোকদার পরিবার গং দীর্ঘ বছর যাবত একাধিক হামলা মামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আনোয়ার চোকদারের স্ত্রী মমতাজ বেগম, ছেলে তারেক চোকদার ও আবুল চোকদার অভিযোগ বলেন আমরা বিএনপি পরিবার আমাদের উপর একাধিক হামলা মামলা দিয়ে হয়রানি করেছে। একই এলাকার আওয়ামী লীগ পরিবার আলমগীর খান, সালাম চোকদার, সাইদুল চোকদার, বাদশা হাওলাদার ও বেল্লাল খা। গত ৬/১/২৪ইং কাজিরহাট থানায় আলমগীর খা মামলা দায়ের করে ১২ জনকে আসামি করে। এই মামলায় উল্লেখিত আছে যে বরিশাল ৪ মেহেন্দিগঞ্জ হিজলা কাজির হাট এমপি পংকজ নাথের নির্বাচনী প্রচারে বাধা ও হামলার ঘটনা ঘটায় এই মর্মে আসামি হুমায়ূন শিকদার, তারেক চোকদার, মনির মিয়া, আবুল চোকদার, রাজ্জাক হাওলাদার, আজাহার ঠেঢা, সজীব ব্যাপারী, মিরাজ চোকদার, মান্নান হাওলাদার, মমতাজ বেগম, ইয়াসমিন, নাসিমাদের বিরুদ্ধে মামলা করেন। উল্লেখ্য শুক্রবার সকাল ৯ ঘটিকায় আলমগীর খা গং দেশীয় অস্ত্র রামদা লাঠি রাখসা নিয়ে হামলার চেষ্টা চালায় এতে ভুক্তভোগীরা প্রাণে রক্ষা পেলও আতঙ্কে কাটছে। এ বিষয় আবুল চোকদার বলে আমি অনেক হামলা মামলা শিকার হয়েছি এক পর্যায়ে ঢাকাতে চলে যাই।গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে আসি। আলমগীর খা গং আওয়ামীলীগ পরিবার জানতে পায় আমি গ্রামে এসেছি হে খবর শুনে শুক্রবার সকাল ৯ ঘটিকায় হামলার চেষ্টা চালায়। আনোয়ার চোকদারের স্ত্রী মমতাজ বেগম জানায়, আমাদের পরিবার বিএনপি বান্ধব এজন্য অনেক পূর্ব থেকেই হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। সকালে আমার নাতি তাইয়্যেবা কে বাড়ির সন্নিকটে ব্রিজের কাছে আনতে গেলে আমাদেরকে ধাওয়া করে। তারেক চোকদার ও নাসিমা বেগম বলেন আমাদের পরিবার বিএনপি করেছে এই অপরাধে আমাদের উপর একাধিক হামলা মামলা নির্যাতনের ঘটনা ঘটায়। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
Leave a Reply