
বার্তা পরিবেশক,কাজিরহাট // বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন ও সদস্য সচিব মাজাহারুল ইসলাম পারভেজকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে।
কেন্দ্রীয় কমিটির অভিযোগ, তারা সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে দলীয় নিয়মবহির্ভূত কর্মকাণ্ড পরিচালনা করেছেন, যা সংগঠনবিরোধী আচরণের শামিল।
এমতাবস্থায়, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না — সে বিষয়ে আগামী তিন (০৩) দিনের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নিকট উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত ওই নোটিশটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে জারি করা হয়।
Leave a Reply