
বরিশাল মুলাদীর চর ডিগ্রী গ্রামে চাচিকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে ভাসুর ছেলে ও তার পরিবারের লোকজন। এ সময় ঘর ভাংচুর চালিয়ে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩নভেম্বর) সকাল ৫ টায় চর ডিগ্রী ঘরামি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতের নাম লাবনী আক্তার। সে ওই গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী কবির ঘরামির স্ত্রী। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী লাবনী জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকার সুবাদে তার ভাসুর হাকিম ঘরামির ছেলে রাশেদ ঘরামি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় তাকে কু প্রস্তাব দিয়ে আসছে। তার ওই ধারাবাহিকতায় ঘটনার দিন সোমবার সে ফজরের নামাজ আদায় করার জন্য ওযু করার উদ্দেশ্য ঘর থেকে বের হয়। এ সময় দরজা খোলা পেয়ে রাশেদ ঘরে প্রবেশ করে। অজু শেষে লাবনী ঘরে প্রবেশ করতেই হাত মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে সে পালিয়ে যায়। ঘটনা ধামাচাপা দেয়ার জন্য রাশেদ তার পরিবারের সদস্যদের ডেকে আনে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার ভাই রাকিব ঘরামি গলা চেপে ধরে। এ সময় তার বাবা হাকিম ঘরামি এবং মা খালেদা বেগম সহ অজ্ঞাত আরো ৪-৫ জন তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি লাঠিপেটা করে। ঘটনার পর স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করে আরো বলেন, আমার স্বামী প্রবাসে থাকায় ভাসুর হাকিম ও তার পরিবার আমাকে একের পর এক ষড়যন্ত্র করে বাড়ি থেকে উৎখাতের চেষ্টা চালিয়ে আসছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
Leave a Reply