
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জ উপজেলার এক কলেজ ছাত্র হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিত ওই ছাত্রের নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ সালমান।
জানা গেছে, তিনি গত ২৮ অক্টোবর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করে জানিয়েছেন যে, ইসলাম ধর্মের আদর্শ ও শান্তির বাণীতে অনুপ্রাণিত হয়েই তিনি এ ধর্ম গ্রহণ করেছেন।
মোহাম্মদ সালমান (পূর্ব নাম সৌরভ) জন্মসূত্রে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তার বাড়ি মেহেন্দিগঞ্জ পৌরসভার ২নং সোনামুখী গ্রামে। তিনি পাতারহাট জুবিলী ইনস্টিটিউট থেকে এসএসসি এবং বরিশাল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন।
ইসলামের রীতিনীতি মেনে বাকী জীবন আল্লাহর আদেশ অনুযায়ী পরিচালনা করার সংকল্প ব্যক্ত করে তিনি বলেন, “আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply