বরিশালের মেহেন্দিগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় কংগ্রেস পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মুছা। বুধবার (১ অক্টোবর) রাতে তিনি পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির উপজেলা নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। পূজা যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এজন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানান আবু সাঈদ মুছা।
Leave a Reply