1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 15, 2026, 3:37 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪!

  • প্রকাশের সময় : শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
  • 38 Time View

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:: বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলার মধ্যোবর্তী মেঘনা নদীতে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

 

এতে ট্রলারে থাকা ৫জনের একজন বেঁচে ফিরলেও ৪জন নিখোঁজ রয়েছে।

 

নিখোঁজ জেলেরা হলেন- পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭), নয়ন (১৯)।

 

শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৪টার সময় হিজলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে বলে জানান ট্রলারে থাকা জেলে শামিম হোসেন দিদার (২৫)।

 

শামিম হোসেন দিদার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের সাজাহান দিদারের ছেলে।

 

শামিম হোসেন দিদার বলেন, শুক্রবার রাতে ৫জন জেলে একটি ট্রলারে করে বাড়ির পাশে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। ঘটনার রাতে তারা জাল পেতে নোঙর করা ট্রলারে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৪টার সময় ঘুমন্ত অবস্থায় সকলে নদীতে ছিটকে পড়েন। পড়ার সাথে সাথে তারা তীরে উঠার জন্য সাঁতরাতে থাকেন। একপর্যায়ে অন্য জেলেদের সহায়তায় তিনি বেঁচে ফিরলেও অপর জেলেরা আর উঠতে পারেননি। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা সঠিকভাবে বলতে পারছেন না তিনি। তবে তার ধারনা লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে।

 

স্থানীয় হারুন অর রশিদ মৃধা বলেন, রাতেই ১জেলেকে উদ্ধার করা হলেও চার জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। নৌ-পুলিশে কালীগঞ্জ স্টেশন ইনচার্জ ওসি মোঃ এনামুল হক বলেন, সংবাদ পেয়ে খোঁজখবর নিয়েছি। ঘটনাটি পাশ্ববর্তী হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে।

 

নৌ-পুলিশে কালীগঞ্জ স্টেশন ইনচার্জ ওসি মোঃ এনামুল হক বলেন, সংবাদ পেয়ে খোঁজখবর নিয়েছি। ঘটনাটি পাশ্ববর্তী হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে।

বলেছি।

 

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার বলেন, আমি ঘটনার পরেরদিন দুপুরে সংবাদটি পেয়েছি। তাৎক্ষণিক হিজলার নৌ-পুলিশকে নিখোঁজদের উদ্ধারের ব্যবস্থা গ্রহণ বলেছি।

 

নিখোজদের উদ্ধারে স্থানীয় জেলে ও স্বজনরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান, লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ