
বার্তা পরিবেশক কাজিরহাট:: নির্বাচনকে সামনে রেখে: বরিশাল-৪(মেহেন্দীগঞ্জ-হিজলা কাজিরহাট) আসনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার। সম্প্রতি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে ভোটারদের কাছে একবার সুযোগ প্রার্থনা করেন।
সমাজ ও রাজনীতির অবক্ষয় নিয়ে কঠোর সমালোচনা: দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মাওলানা আব্দুল জব্বার বলেন, “বর্তমান বাংলাদেশ দুর্নীতির চরম শিখরে পৌঁছেছে। এটি এখন একটি পচা সমাজের রূপ নিয়েছে যেখানে নীতি-নৈতিকতার চেয়ে অন্যায়ের দাপট বেশি। সাধারণ মানুষ আজ জিম্মি হয়ে পড়েছে।”
বরিশাল মেহেন্দিগঞ্জ কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের,এক উঠান বৈঠক এসব কথা বলেন,আরো বলে তিনি আক্ষেপ করে আরও বলেন, “আমাদের সমাজটা দিন দিন এমনভাবে নষ্ট হয়ে যাচ্ছে যে, এখানে কোনো ভালো কাজ এখন আর সহজে হতে চায় না। প্রতিটি স্তরে বাধা আর দুর্নীতির কালো ছায়া। এই পচন থেকে সমাজকে রক্ষা করা এখন সময়ের দাবি।”
ভোটারদের প্রতি আহ্বান: উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আপনারা অতীতে অনেককে দেখেছেন, অনেককে সুযোগ দিয়েছেন। এবার আমাকে তথা জামায়াতে ইসলামীকে একবার সেবা করার সুযোগ দিয়ে দেখুন। আমরা কথা দিচ্ছি, আপনাদের জন্য আমূল পরিবর্তন নিয়ে আসব। আমরা দেখাতে চাই, সততা আর নিষ্ঠা দিয়ে কীভাবে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠন করা যায়।”
উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার: বক্তব্যের শেষ পর্যায়ে তিনি মেহেন্দীগঞ্জ ও হিজলার অবহেলিত জনপদের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে তিনি এলাকাকে দুর্নীতিমুক্ত করবেন এবং যুবসমাজের জন্য কর্মসংস্থান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাওলানা আব্দুল জব্বারের হাতকে শক্তিশালী করতে এবং একটি ইনসাফ কায়েমের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Leave a Reply